


কবিতা
একটা কলম চাই
দিন গড়িয়ে যায়
ভাবনা পতনমুখী
দেহ ভাঙে বিমর্ষ অভিযানে
এখন কে বলবে,একটু দাঁড়াও
তবে কি উপরে উঠব কিছু
হাত বাড়াই,বাড়িয়েই চলি
হয়ত সেভাবে বাড়ানো হয়নি হাত
হয়ত আমারই অন্তর্গত কিছু ছায়া
তবু অলীক স্বপ্নে হাতড়ে যাই,হাতিয়ে চলি
এভাবেই কথা জমে
কথা জমে যায় দিনরাত
ভাবি,আহা আবার যদি সেইঃ
পাতায় পাতায় খেলাঘর
আবার যদি সেই…
সব কথা পর্দায় ফাঁস হলে
কথার কি থাকে আর নিজস্ব সুখ
পর্দা ব্যাকরণ চায়
কথা থেকে টেনে নেয় অগোছালো রস
একটা কলম খুব জরুরী এখন…
ছায়ার গল্প
আয়নায় যে ছায়া পড়ে
সে-ই শুধু জানেঃ
প্রত্যাখ্যান আর প্রতিষ্ঠার
মাঝখানের দূরত্ব
মাঝখানের রাস্তাটার আবহাওয়া,প্রকৃতি;
রাস্তা পেরোতে গিয়ে
উৎকন্ঠা আর অনিদ্রায় কীভাবে
নিত্য ক্ষয়ে যাওয়া-
জানে,রাস্তার বাঁকে বাঁকে মনের অজস্র
বিকার-বৃত্তান্ত,
কিম্বা আত্মার গোপন কান্নার কাছে
বিকিয়ে না যাবার
রূঢ় পার্শ্বচাপ;
ছায়া জানে, নিজের তৈরি করা আগুনে
আত্মাহূতি দেবার জেদে লক্ষ্মীর
অস্থিরতার গল্প,
আর বিচ্ছিন্নতার মৃত চরে
ক্রমাগত একলা হওয়ার
সরল কাহিনি।
কিন্তু কী হবে ছায়ার কথা বলে
কী হবে কবির পথ হাঁটায়-
মাঝখানের রাস্তাটা থাক না কবির…