Blog
ঠিকানা
তুমি যদি ব্রড কোশ্চেন হও
আমি এমসিকিউ
তুমি লিখে চলো পাতার পর পাতা
আমি দিয়ে চলি ক্রশ অথবা টিক
তুমি যখন কেশব নাগ খুলে চৌবাচ্চার নল সামলাও
আমি তখন বাইনারিতে চেপে আকাশে উড়ি
আকাশে উড়তে উড়তে বলিঃলাভ একটা ওয়ার্ড,প্রেম একটা পালস
তোমার সাম্রাজ্যবিস্তার আর যুদ্ধের কাহিনির পাশে
আমার সাফ কথাঃহার অথবা জিত
তবে তুমি অ্যাড্রেস মানে বোঝো ঠিকানা
এই জায়গাতে আমি দাঁড়িয়ে যাই
আমি দেখি, এমসিকিউ নয়,একটা ব্রড কোশ্চেন
আমার দিকে তাকিয়ে আছে স্থির,অপলক।