একটা গল্প শোনাও না। ছোটরা বায়না করে বাবামায়ের কাছে। বাবামায়ের এখন ব্যস্ত জীবন। হয়ত গল্পের মণিমাণিক্য তাঁদেরও আছে। কিন্তু শিশুকে গল্প শোনানোর সময় তাঁরা পান না সব সময়। আমরা এসেছি এই ছোটদের গল্প শোনাতে। আর শুধু ছোটরাই নয়, যারা একটু বড় কিন্তু এখনও রয়েছে ছেলেবেলাতেই অর্থাৎ যারা কিশোর, গড়ে ওঠার বয়সে গল্পের ডালি সাজিয়ে তাদেরকেও আমরা দিতে চাই বাড়তি অক্সিজেন। সন্তানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করলে জমে যাবে আমাদের গল্পের আসর।